Logo
Logo
×

শিক্ষা

সরকারের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত’ ঘোষণা করে বিক্ষোভে এমপিওভুক্ত শিক্ষকরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম

সরকারের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত’ ঘোষণা করে বিক্ষোভে এমপিওভুক্ত শিক্ষকরা

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা। এ দাবিতে তারা রবিবার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণাও আসতে পারে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের* সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক সাক্ষাৎকারে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজারদরে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।

তিনি জানান, ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন। “আগামীকাল (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত থেকে টানা কর্মবিরতির ঘোষণাও দেওয়া হতে পারে,” যোগ করেন আজিজী।

শিক্ষক নেতাদের দাবি, সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন জারি না করে, তাহলে তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং সর্বজনীন বদলি ব্যবস্থা চালু করা।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একই দাবিতে আন্দোলন ঘোষণা করেছিল সংগঠনটি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না এলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন