Logo
Logo
×

শিক্ষা

নরসিংদী পলিটেকনিক দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

নরসিংদী পলিটেকনিক দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা

ছবি-যুগের চিন্তা

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক পর্বের দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসেট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানের অডিটরিয়ামে চলে এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, ভাই ভাই টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. মাসুদুর রহমান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভীন ও শফিকুল ইসলামসহ ইনস্টিটিটের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৫টি টেকনোলজি থেকে মোট ২০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের নাম্বারের ভিত্তিতে বিজয়ী ৩টি গ্রুপকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে 'ইন্ডাস্ট্রি ৪.০ মোটর কন্ট্রোল,' দ্বিতীয় স্থান অধিকার করে 'মিনি প্যাকে সবজির গুঁড়ো উৎপাদন এবং বিপণন' ও তৃতীয় স্থান অধিকার করে 'কনডেন্সার তাপ ব্যবহার করে গরম জল তৈরি করুন' শীর্ষক উদ্ভাবন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন