কিশোরগঞ্জ পলিটেকনিকে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি-যুগের চিন্তা
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাসেট প্রকল্পের অর্থায়নে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনিস্টিটিউট এর আয়োজনে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫, পার্ট-২ এর জমকালো আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জ পলিটেকনিক প্রতিষ্ঠানের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টিটিসি কিশোরগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান।
অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য, এই প্রতিযোগিতা তাদের শিক্ষা ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
টিটিসি কিশোরগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম বলেন, এ ধরনের স্কিল কম্পিটিশন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগায় এবং তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় ৪টি ডিপার্টমেন্টের ১৫টি ভিন্ন প্রকল্পে শিক্ষার্থীরা বিভিন্ন টেকনোলজি থেকে অংশগ্রহণ করেন এবং তাদের দক্ষতা প্রদর্শন করেন। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



