Logo
Logo
×

শিক্ষা

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দাবিতে বিক্ষোভ

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দাবিতে বিক্ষোভ

ছবি-সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারসহ দুই দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা উপাচার্য বরাবর দুই দফা দাবি পেশ করে আল্টিমেটাম দেন। দাবিগুলো হলো- জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসে তালা খোলা হবে না, তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় অফিস কার্যক্রম চলতে থাকবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে আবেদন জমা দিয়েছি। তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কিছু শিক্ষক তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। চারদিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য তিনদিন সময় দিয়েছিলাম। তবু ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়েই এ কর্মসূচি পালন করছি।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন,মাকসু গঠনের বিষয়ে প্রশাসনের কাছে গেলে তারা শুধু কালক্ষেপণ করছেন। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা না হয় তাহলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল যান চলাচল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এ বিষয়গুলো প্রক্রিয়াধীন আছেশিক্ষকরাও কাজ করে যাচ্ছেনদ্রুত সময়ের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছিতবে মাকসু যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে নেই, তাই সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি।”

পাশাপাশি শিক্ষার্থীরা সব সংগঠনকে তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন