Logo
Logo
×

শিক্ষা

ঢাবি উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:৪৯ পিএম

ঢাবি উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান

নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান। তিনি ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান।  

মঙ্গলবার (২৭ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। 

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে সৃষ্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপরই মূলত সংস্কারের দাবিতে সরকারি-বেসরকারি অধিকাংশ দপ্তরের শীর্ষপদে পরিবর্তন আসে। এ সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। তারই ধারাবাকিতায় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া অধ্যাপক মাকসুদ কামাল ঢাবি থেকে ১০ আগস্ট পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিয়াজ আহমেদ খান।

নিয়াজ আহমেদ খান ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর শেষে ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান। 

তিনি ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন পদে চাকরি করার পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন। 

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন