গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ
বরিশাল প্রতিনিধি:
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
ছবি-যুগের চিন্তা
বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি রিফাত আরা মৌরী, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিফাত আরা মৌরী বলেন, সকল শিক্ষার্থী কলেজ জীবনে মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এছাড়া শরীর সু্স্থ রাখতে খেলাধূলাও করতে হবে। তিনি আরও বলেন কলেজের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।



