Logo
Logo
×

শিক্ষা

কিশোরগঞ্জে গুণী শিক্ষক নির্বাচিত পুষ্প

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

কিশোরগঞ্জে গুণী শিক্ষক নির্বাচিত পুষ্প

কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেনজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিটি শিক্ষককের সব বিষয় যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করে থাকেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম গুণী শিক্ষকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৩টি বিষয়ের উপর যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা বা নৈতিকতা, ছাত্র-শিক্ষকের মাঝে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরণে গৃহীত পদক্ষেপ, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করা, বিজ্ঞান মনস্কতা, একাডেমিক উৎকর্ষ সাধন করা, শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নসহ একাধিক কাজ নিপুন ভাবে বা আন্তরিকতার সঙ্গে সম্পূর্ণ করা। এর আগে ২০২৩, ২৪, ২৫ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প বলেন, শত শত শিক্ষকের মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হতে পারা আনন্দের বিষয়। এ জন্য সহকর্মী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন