Logo
Logo
×

শিক্ষা

রাকসু নির্বাচন

৪২ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যারা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

৪২ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৭টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন ৪২ প্রার্থী। বিজয়ীদের ৩৯ জন ৬টি ছাত্রী হলের এবং ৩ জন একটি ছাত্র হলের। এছাড়া ৪টি ছাত্রী হলে একটি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন- রোকেয়া হল সংসদে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, খালেদা জিয়া হলের ১০ জন, রহমতুন্নেসা হলের ৯ জন, জুলাই-৩৬ হলের ৭ জন, মুন্নুজান একজন এবং বিজয়-২৪ হলে ৩ জন। এ ছাড়া রোকেয়া হল, খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই-৩৬ হল ছাত্রী সংসদে একটি করে পদ ফাঁকা রয়েছে।

রোকেয়া হল সংসদের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন এবং একটি পদ ফাঁকা রয়েছে। বিজয়ীরা হলেন- কমনরুম সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা, সহ-কমনরুম সম্পাদক পদে আফসানা আক্তার শিফা, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে তাহমিনা উর্মি, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নাজমুন নাহার সুইটি, সহ- ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নাশরিফা তুন নাঈম, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রুদবা জাহান। কার্যনির্বাহী সদস্য ৪টি পদের মধ্যে রিফা সানজিদা জেদনী, জে.এন. হুমায়রা, আসনারা খাতুন বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। এছাড়াও হলটিতে কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

তাপসী রাবেয়া হলে ৩টি পদে একক প্রার্থী ছিলেন। তারা হলেন, সহ-কমনরুম সম্পাদক পদে শাহনাজ আরফিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মহুয়া মল্লিক জেবা ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মুসলিমা খাতুন।

খালেদা জিয়া হলের ১০টি পদের বিজিতরা হলেন- বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আশরাফি বুলবুল, সহ-কমনরুম সম্পাদক পদে তাসমী তামান্না মীম, সাংস্কৃতিক সম্পাদক পদে তাহেরা আক্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে সায়মা জাকিয়া, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে রোকাইয়া খাতুন, সহ-ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নাফসে মুতমাইন্না ও কার্যনির্বাহী সদস্য পদে উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া ও উম্মে হানী তামান্না খাতুন। এ ছাড়াও হলটিতে সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদটি ফাঁকা রয়েছে।

রহমতুন্নেসা হলের ৯ জন হলেন- বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে রেবেকা সুলতানা, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে সাদিয়া আফরিন, কমনরুম সম্পাদক পদে শামসি আরা, সহ-কমনরুম সম্পাদক পদে খাদিজা খাতুন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে লাবনী খাতুন, সহ-ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে তাবাসসুম কবীর, ও কার্যনির্বাহী সদস্য পদে আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস ও জেসমিন খাতুন। এছাড়াও হলটিতে কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

জুলাই-৩৬ হলের ৭ পদের জয়ীরা হলেন- সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ফাতেমাতুজ সানিহা, সহ-কমনরুম সম্পাদক পদে জোবাইদা খাতুন, সহ-ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে উম্মে জাহান শ্রাবনী, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে খাদিজা খাতুন ও কার্যনির্বাহী সদস্য পদে হাবিবা খাতুন, সাকিয়া জান্নাত ও জান্নাতুল আফরিন। এছাড়া এই হলেও কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে। 

মুন্নুজান হলের বিজয়ী প্রার্থী হলেন- সহ-সাংস্কৃতিক সম্পাদক ফাইরুজ মোকাররমা তূবা।

বিজয়-২৪ হলে জয়ী ৩ জন হলেন- বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নাজমুল আকতার আকাশ, সহ-কমনরুম সম্পাদক মুহাম্মদ রিদোয়ানুল ইসলাম ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে শাহেদ হোসেন।

এ বিষয়ে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আমাদের ছাত্রদের একটি হলে তিনজন এবং ছাত্রীদের হলগুলোর কয়েকটি পদে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। আমি তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন