জাকসু নির্বাচনে ২১টির মধ্যে ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৬টি কেন্দ্রের গণনাও প্রায় শেষের পথে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী শনিবার সকালে গণমাধ্যমকে জানান, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আশা করছি বাকি হলগুলোর ফলাফল দুপুর ১টার মধ্যে পাওয়া যাবে।
এর আগে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার নিয়ে টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, ভোট গণনা দ্রুত শেষ করতে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন (নারী ৬, পুরুষ ১০) লড়ছেন।
এবার পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। তবে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, ছাত্র ফ্রন্টের একাংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।



