Logo
Logo
×

শিক্ষা

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আমি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা ও তিনি পোলিং অফিসার ছিলেন। সকালে গণনার সময় তিনি দরজার সামনে হঠাৎ পড়ে যান। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমার বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর তিনি সবার সামনে অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টার দিকে শুরু হয় ভোট গণনা, যা ম্যানুয়ালি সম্পন্ন হলেও এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন—এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন