Logo
Logo
×

শিক্ষা

জাকসু নির্বাচন ঘিরে চার স্তরের নিরাপত্তা, মোতায়েন ১৫৩৪ পুলিশ সদস্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

জাকসু নির্বাচন ঘিরে চার স্তরের নিরাপত্তা, মোতায়েন ১৫৩৪ পুলিশ সদস্য

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ১৫৩৪ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

সরেজমিনে দেখা গেছে, মুরাদ চত্বর, মীর মোশাররফ হল, পুরাতন প্রশাসনিক ভবন, ড্রেইরি গেট, প্রান্তিক গেটসহ বিভিন্ন স্থানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। অস্থায়ী দোকান ও ক্যাম্পাসের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার অংশ হিসেবে।

জানা গেছে, মীর মোশাররফ হোসেন হল-সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের দোকান ও মার্কেট। তবে আবাসিক হলের ক্যান্টিন ও দোকান খোলা থাকবে, এবং খাবার মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি বিভাগ ছাড়া সব মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। শুধু গোলাকার স্টিকারযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, নারী এজিএস পদে ৬ জন এবং পুরুষ এজিএস পদে ১০ জন। নির্বাচন নির্বিঘ্ন রাখতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রশংসিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন