Logo
Logo
×

শিক্ষা

এই বিজয় হিজাবি-নন হিজাবি, মুসলিম-অমুসলিম সবার: তাসনিম জুমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

এই বিজয় হিজাবি-নন হিজাবি, মুসলিম-অমুসলিম সবার: তাসনিম জুমা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত ফাতেমা তাসনিম জুমা তার বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।”

তিনি আরও লেখেন, “যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।” জুমা এই জয়কে ব্যক্তিগত অর্জন নয়, বরং ঢাবির শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে দেখছেন।

ফাতেমা তাসনিম জুমা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন তিনি।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুমা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এই বিজয় কোনো নির্দিষ্ট দল বা প্যানেলের নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশেষ করে নারীদের ও হিজাবি-নন হিজাবি শিক্ষার্থীদের জন্য সমানভাবে প্রাপ্য।

তিনি শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “এই বিজয় উদযাপনের নয়, বরং এটি একটি দায়িত্ব, যা শিক্ষার্থীদের আশা পূরণের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন