জাকসু নির্বাচন
ক্যাম্পাসে ১২০০ পুলিশ মোতায়েন, চাওয়া হয়েছে সেনাবাহিনী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতির আবেদনও জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকেও দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতেই সেনা উপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।



