Logo
Logo
×

শিক্ষা

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

ছবি-যুগের চিন্তা

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগ-যে বিভাগ থেকে একের পর এক প্রজন্ম দেশের বিভিন্ন অঙ্গনে রেখেছে সাফল্যের স্বাক্ষর। সেই গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনে গঠিত হলো ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত হয় বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠান, যেখানে দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান প্রিয় ক্যাম্পাসের আবহ।

প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে অনলাইনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানসহ প্রথম ব্যাচ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন এক আবেগঘন পরিবেশে।

সভায় বক্তারা শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেনকীভাবে ঢাকা কলেজ তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে, কীভাবে এই বিভাগ তাদেরকে স্বপ্ন দেখিয়েছে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, কোষাধ্যক্ষ কামরুজ্জামান আকন্দ কাইয়ুমসহ অন্যরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।

আলোচনা শেষে কেক কেটে ও লোগো উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা, গান ও হাসি-আনন্দে মিলনায়তন ভরে ওঠে স্মৃতির মিষ্টি আবেশে।

আয়োজকরা আশা প্রকাশ করেনঅ্যাসোসিয়েশন শুধু প্রাক্তনদের মিলনমেলার পরিসরই নয়, বরং আগামী দিনে শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন