রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে রাবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, অভিযুক্ত মিলন দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল। বিষয়টি যাচাই করতে ছাত্রদল দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
তদন্ত কমিটির পক্ষ থেকে মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এতে প্রমাণিত হয়, তিনি ইচ্ছাকৃতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
ঘটনার সূত্রপাত হয় ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈমা তুহিনার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যেখানে জুলাই ৩৬ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ শিক্ষার্থীকে তলব করার প্রতিবাদ জানানো হয়। সেই স্ট্যাটাসে শাহ মখদুম হলের সহসভাপতি এ আর মিলন খান আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
তদন্ত শেষে ছাত্রদল মিলনকে প্রাথমিক সদস্যপদসহ হল সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “নারীদের সম্মান ও অধিকার রক্ষায় ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে, যেন প্রচলিত আইন অনুযায়ী মিলনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।



