Logo
Logo
×

শিক্ষা

খুবিতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী চাকরি মেলা

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

খুবিতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী চাকরি মেলা

ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে চাকরি মেলা। আগামী শনিবার ও রবিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে। আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।

মেলার আয়োজক কমিটির সদস্যসচিব মাহামুদুল হাসান মিল্লাত জানিয়েছেন, এবারকার মেলায় অংশ নিচ্ছে দেশের ৩৩টি মাল্টিন্যাশনাল ও শীর্ষস্থানীয় কোম্পানি। এর মধ্যে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, ব্র্যাক ব্যাংক, শেলটেকসহ আরও অনেক প্রতিষ্ঠান। এ ছাড়া খুবির প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য কোম্পানিগুলোও থাকছে মেলায়।

শিক্ষার্থীরা এখানে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে আয়োজিত সাতটি ক্যারিয়ার-সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে দেশের সুপরিচিত বিশেষজ্ঞ ও খুবির সাবেক শিক্ষার্থীরা তাদের দিকনির্দেশনা দেবেন। আয়োজকরা জানিয়েছেন, অনেক প্রতিষ্ঠান এখান থেকেই সরাসরি নিয়োগ দেবে।

মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, এ মেলা শুধু চাকরির সুযোগ নয়, বরং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার এক বিরল সুযোগ।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান হাবিব শিমুল বলেন, খুবির বর্তমান ও সদ্য পাসকৃত শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ‘কুআ জব ফেয়ার ২০২৫’ আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দুই দিনব্যাপী এই আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণের পাশাপাশি ক্যারিয়ারভিত্তিক সেমিনার শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন