Logo
Logo
×

শিক্ষা

জাবিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম

জাবিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত

ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১৭৯ প্রার্থী। প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ছুটির পাাশপাশি নির্বাচনের দু’দিন আগে বন্ধ থাকবে সকল প্রকার পরীক্ষা তবে চলমান থাকবে ক্লাস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। ক্লাস-পরীক্ষা, ছুটির বিষয়টি আলাদাভাবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণমাধ্যমকে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘গত ৩১ আগস্ট জাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অধিকাংশ প্রার্থী জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছিল। সামগ্রিক প্রতিক্রিয়া বিবেচনা করে আলোচনা সাপেক্ষে এই প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্বব্যিালয় প্রশাসনকে ডোপ টেস্ট কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চিঠি পাঠানো হয়েছে।

অন্যদিকে, নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সকল পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের দিনে (১১ সেপ্টেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা ১২ ও ১৩ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) স্থগিত থাকবে। একইসাথে নতুন কোনো সেমিস্টার বা পর্বের চূড়ান্ত পরীক্ষার রুটিন নির্বাচনের দিন পর্যন্ত নির্ধারণ না করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

তবে এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা ও সকল পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে, ক্লাস চলমান থাকবে। এছাড়াও ১০ ও ১১ সেপ্টেম্বর সকল ক্লাস ও সকল পরীক্ষা স্থগিত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়। পরে প্রার্থীদের দাবির মুখে তা পরিবর্তন করে প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন