Logo
Logo
×

শিক্ষা

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে।

আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তিনি ফেসবুকে বাম জোট সমর্থিত জিএস পদপ্রার্থী বিএম ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে স্ট্যাটাস দেন। এ ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে তাকে বহিষ্কার করা হয়। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকির কারণে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে তাকে বহিষ্কার করা হয়েছে। এটি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক নেটওয়ার্কসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আলী হুসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদও।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন