Logo
Logo
×

শিক্ষা

শিক্ষক বিদায় সংবর্ধনায় মোটরসাইকেল উপহার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

শিক্ষক বিদায় সংবর্ধনায় মোটরসাইকেল উপহার

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায় সংবর্ধনা। 

বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক নূরুল আমিনকে বিদায় জানাতে রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহার। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নূরুল আমিনের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান তুলে ধরে বলেন, তাঁর শিক্ষা, আদর্শ ও অনুপ্রেরণা বহু শিক্ষার্থীর জীবনকে গড়ে তুলেছে। একজন প্রকৃত শিক্ষকের বিদায় কেবল বিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা,গান ও স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানায়। আবেগঘন পরিবেশে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।সংবর্ধনা শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে একটি একটি মোটরসাইকেল ও সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দশম শ্রেণির ছাত্র নাফিস বলেন, “স্যার শুধু আমাদের ইংরেজি শেখাননি, মানুষ হতে শিখিয়েছেন। জীবনে কীভাবে সৎ থাকতে হয়, কীভাবে সংগ্রাম করতে হয় তিনি আমাদের সে পথ দেখিয়েছেন। আমরা স্যারের অভাব প্রতিদিন অনুভব করব।”

বিদায়ী শিক্ষক নূরুল আমিন আবেগভরে বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের বড় অংশ। আমি এখানে শুধু পড়াইনি, বরং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আজকের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমাদের এই শ্রদ্ধা ও দোয়া নিয়েই আমি জীবনের নতুন অধ্যায়ে পা রাখছি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন