সহকারী শিক্ষকদের মহাসমাবেশ: ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
১১তম গ্রেডে বেতন, প্রধান শিক্ষকের শতভাগ পদে পদোন্নতি ও উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসনের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে সারাদেশ থেকে আসা সহকারী শিক্ষকরা অংশ নেন।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে ছয়টি সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দীন মাসুদ বলেন, ২০১৩ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। অর্জন থাকলেও বেতন বৈষম্য এখনো দূর হয়নি। দাবি পূরণ না হলে শহীদ মিনার থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার বলেন, বাংলাদেশে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি নানা দায়িত্ব পালন করেন। কিন্তু তারা অবহেলিত। উন্নত জাতি গড়তে হলে শিক্ষকদের সম্মান ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে।
শিক্ষক নেতারা জানান, তিন দফা দাবিতে গত মে মাসে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন। সে সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত হলেও কয়েক মাসেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সমাবেশ থেকে ঘোষণা করা হয়, দুপুর ২টায় একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকদের বেতন ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে আছেন।



