রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম
জালাল আহমদ জালাল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী জালাল আহমদ জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, এ ধরনের নৃশংস ঘটনার কারণে জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে, পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে রমনা থানায় মামলা দায়েরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানিয়েছে।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল। আহত রবিউলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন রবিউল জানান, জালাল রাত গভীরে রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকেন। এতে আপত্তি জানালে প্রথমে তাকে বহিরাগত বলে গালাগাল করেন এবং পরে ছুরি দিয়ে আঘাত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, অভিযুক্ত জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না। তবে জালালের বিরুদ্ধে আগের অভিযোগগুলিও তদন্ত করে দেখা হবে।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অনেকেই মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। প্রক্টর জানান, শিক্ষার্থীরা যদি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের কাছে দাবি তুলে ধরেন, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।



