Logo
Logo
×

শিক্ষা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানে’র ইতিহাস

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানে’র ইতিহাস

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিশ্বসভ্যতা বিষয়ের বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হচ্ছে। এ ছাড়া উচ্চমাধ্যমিকের একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ে থাকছে অভ্যুত্থানের ইতিহাস।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিকের ক্লাস শুরুর আগেই বইগুলো প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ছাড়া আগামী জানুয়ারির মধ্যে মাধ্যমিকের পাঠ্যবইয়ে এগুলো যুক্ত করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক অংশ যোগ করা হয়েছে, সেটিও আগামী বছরের বইয়ে বহাল থাকবে। অর্থাৎ, গণঅভ্যুত্থান সম্পর্কিত মূল বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে বইয়ের ওই অধ্যায়ে কিছু তথ্যগত অসঙ্গতি এবং ভাষাগত ত্রুটি ধরা পড়েছিল। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাক্যগঠন সহজ ও সাবলীল করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারে। শিক্ষার্থীরা যেন গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানতে পারেন এবং একই সঙ্গে বিষয়বস্তুর মানও উন্নত হয়, সে চেষ্টা করছেন তারা। গত সোমবার ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন নিয়ে আয়োজিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত করা হয়।

এনসিসি সূত্র জানিয়েছে, এবার জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের অংশ হিসেবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একটি নির্দিষ্ট অধ্যায়ে এ বিষয়বস্তু স্থান পাবে। এতে মূলত স্বাধীনতা-উত্তর সময়ে সংঘটিত গণঅভ্যুত্থানগুলোর চিত্র তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ। প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর বয়স ও মানসিক পরিপক্বতা বিবেচনা করে বিষয়বস্তুর পরিমাণ ও ব্যাখ্যা ভিন্ন ভিন্নভাবে সাজানো হবে বলে

এনসিটিবির শিক্ষা ও সম্পাদনা শাখার প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, ‘ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের একটি অধ্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের পাঠ যুক্ত করা হচ্ছে। প্রতিটি শ্রেণিতে পাঠের নাম ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণির কোন অধ্যায়ে এটি যুক্ত হবে এবং নাম কি হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে।’

ষষ্ঠ থেকে দশম শ্রেণির কোন অধ্যায়ে কী নামে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান

এনসিসি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের ১৬ নম্বর পৃষ্ঠায় ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ নামে জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হচ্ছে। ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ে ‘বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও গণ আন্দোলন’ নামে জুলাই অভ্যুত্থানের পাঠ যুক্ত করা হবে।

এ ছাড়া অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম অধ্যায়ের ‘বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় গণঅভ্যুত্থান’ নামে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাঠ দেওয়া হবে। অন্যদিকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ২১ নম্বর পৃষ্ঠায় ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ নামে জুলাইয়ের ইতিহাস পড়ানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন