Logo
Logo
×

শিক্ষা

বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম

বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

উচ্চশিক্ষার জন্য আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। একইসঙ্গে দেশটি ১০০ জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষ্যে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত। এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বৃত্তির এক-চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। এ ছাড়া একই সময়ে ১০০ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বার্তায় আরও জানানো হয়, পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তি পাঁচ থেকে বাড়িয়ে ২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন