ছবি-সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্য নেতৃবৃন্দ।
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র বলেন, “ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা সত্ত্বেও আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশনা দিয়েছি।”
তিনি অভিযোগ করেন, ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে একদল শিক্ষার্থী বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং তাদের ওপর হামলার চেষ্টা চালায়। এতে মনোনয়ন সংগ্রহে বাধা সৃষ্টি হয়।
গণেশ আরও বলেন, ভুক্তভোগীদের অনুরোধে হলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে শিক্ষার্থীরা ফরম সংগ্রহ না করেই হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, “ঢাবি প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা ও নৈরাজ্যবাদী মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব আজ প্রকটভাবে প্রতীয়মান।”
তিনি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইন ও নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানান।



