বগুড়া আজিজুল হক কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
বগুড়া অফিস:
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি-যুগের চিন্তা
সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীরা আলাদা ক্লাসরুম বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছে। সোমবার বেলা ১১টার দিকে তারা কলেজ অধ্যক্ষের কক্ষ অবরোধ করে একদফা দাবিতে বিক্ষোভ করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—“শিক্ষার জন্য লড়ছি ভাই, ডিগ্রি শাখায় আলাদা রুম চাই।” তারা অবিলম্বে ডিগ্রি পাস কোর্সের জন্য আলাদা ক্লাসরুম বরাদ্দের দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ থাকা সত্ত্বেও তাদের জন্য আলাদা রুম বরাদ্দ করা হয়নি। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মর্যাদাহানি বোধ করছেন।

ডিগ্রি শাখার শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—ডিগ্রির চারটি বিভাগ (বি.এ, বি.এস.এস, বি.এস.সি ও বি.বি.এস) এর জন্য আলাদা চারটি শ্রেণিকক্ষ বরাদ্দ, পাঁচ সদস্যের কমিটি গঠন করে একজনকে ডিগ্রি পাস কোর্সের প্রধান ও চারজন শিক্ষককে চার বিভাগের দায়িত্ব প্রদান, ডিগ্রি অফিসের অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষক কমিটিতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং কলেজের খেলাধুলাসহ সব ইভেন্টে ডিগ্রি বিভাগের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিক্ষক পরিষদের প্রতিনিধিরা এ ব্যাপারে একটি সমাধানের চেষ্টা করবেন।



