Logo
Logo
×

শিক্ষা

ঢাবিতে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন ২২ জন

Icon

ঢাবি প্রতিনিধি :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

ঢাবিতে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন ২২ জন

ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত বিভিন্ন পদে মোট ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্রের তৃতীয় দিন আজ বৃহস্পতিবার বিভিন্ন পদে মোট ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবারসহ গত তিন দিনে আমাদের কাছে থেকে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন। এই পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন। তবে কোন পদে জমা দিয়েছে, তা জানা যায়নি। আবার ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।’

উল্লেখ্য, ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা আপত্তি যাচাই-বাছাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই শেষে ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। চার দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং সবশেষ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন