Logo
Logo
×

শিক্ষা

নরসিংদীতে ৭ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম

নরসিংদীতে ৭ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি-যুগের চিন্তা

নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন শ্লোগান প্রদান করে।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ এর অপসারণ এবং নতুন অধ্যক্ষ দ্রুত নিয়োগ দিয়ে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এছাড়া প্রতিবছরই মাদ্রাসার উন্নয়নের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়া হলেও তা উন্নয়ন কাজে ব্যয় না করে টাকা আত্মসাৎ করছে একটি মহল। শুধু তাই নয়- এ মাদ্রাসাটিতে পরিবারতন্ত্র কায়েম হয়ে গেছে।

একটি পরিবারই নিয়ে নিয়েছে পুরো মাদ্রাসার নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার। যার ফলে মাদ্রাসাটি প্রভাভিতভাবে পরিচালিত হয়ে আসছে। শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা করে এসকল সমস্যা সমাধানসহ দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ ও নতুন অধ্যক্ষ নিয়োগ, সাইন্সল্যাব চালুকরণ ও শিক্ষক নিয়োগ, হোষ্টেল ও ডায়নিং ফি কমানো, ফাজিল কামিলের বেতন কমানো, কার্যককরী ট্রাষ্ট ও গর্ভনিং বডির নাম প্রকাশ এবং স্বৈরাচারী আমলে ছাত্রাবাসের ভাংচুরের ক্ষতিপূরণ আদায় ও সৈরাচারির দোষরদের নামে মামলা রুজু করতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি মাহফুজ রহমান, জিএস মোজাহিদ হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আর মারুফ প্রমুখ।

জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ বলেন, শিক্ষার্থীদের যদি কোনো দাবি দাওয়া থাকে তবে সেটা আমাদের প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ আছে, তাদের মাধ্যমে মৌখিক অথবা লিখিতভাবে আমাদের কাছে দাবিগুলো পেশ করতে হবে। ন্যায্য দাবিগুলো অবশ্যই সকলের ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে

#

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন