Logo
Logo
×

শিক্ষা

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

ছবি-যুগের চিন্তা

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ এ মেধাবৃত্তির আয়োজন করছে।

আগামী শনিবার (১৬আগস্ট) উপজেলার ১০টি কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০হাজার কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) প্রনয়ন করেছে। এই ৩১দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও সংস্কার, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর ইতিবাচক সংস্কার এবং শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় অত্যাবশকীয় উপাদানগুলোর যুগোপযোগী সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে

তিনি বলেন, রাষ্ট্র মেরামতে এই ৩১দফা কি, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) কে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে রেকর্ড হবে বলে আমরা আশা করছি। একাডেমিক পরীক্ষার বাইরে একসঙ্গে এতো শিক্ষার্থী অংশগ্রহণ করার রেকর্ড খুবই কম। অংশগ্রহণকারী সেরা ১০জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ সকলের জন্যই রয়েছে শিক্ষা সামগ্রী উপহার।

সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন