Logo
Logo
×

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকের পাশে। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হলের নিরাপত্তা প্রহরী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন এসে হল বিশ্ববিদ্যালয় গেটের সামনের লাইটটি বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা হল গেটে থাকা বঙ্গবন্ধু ম্যুরালটি ভাঙা শুরু করেন। এ সময় তারা হলের কর্তব্যরত গার্ডকে দূরে সরে যেতে বলেন। ম্যুরাল ভাঙার পর তারা হলের নামফলকটিও ভাঙার চেষ্টা করেন।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু ম্যুরালটির মুখের অবয়ব পুরোটা তুলে ফেলা হয়েছে। ম্যুরালটির মুখমণ্ডলে শাবল দিয়ে আঘাত করে মিশিয়ে ফেলা হয়েছে। ম্যুরালের সামনের সীমানা প্রাচীর লোহার চেইন দিয়ে ঘেরা অংশটুকুও ভেঙে ফেলা হয়েছে।

তবে ভাঙচুরের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। তিনি বলেন, আপনার কাছ থেকেই ম্যুরাল ভাঙচুরের বিষয়টি শুনলাম। কে বা কারা এটি করেছে, সেটি তার জানা নেই। ম্যুরাল ভাঙচুরের সঙ্গে তাঁদের  কোনো শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, প্রক্টর আসাবুল হকসহ বর্তমান প্রশাসনের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সাইখুল ইসলাম মামুন জিয়াদ পদত্যাগ করায় ম্যুরাল ভাঙচুরের বিষয়ে কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন