রাবিপ্রবিতে ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদপত্র বাতিল
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
ছবি- যুগের চিন্তা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং সনদপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা-নির্যাতন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রাবিপ্রবির উপাচার্য ড. আতিয়ার রহমান।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন; ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে এবং রিয়াদ তালুকদার।
রাবিপ্রবি উপাচার্য ড. মো. আতিয়ার রহমান বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দের কোটাবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারসহ তাদের বিরুদ্ধে নানা আসে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। সে তদন্ত কমিটি একেবারে চুলচেঁড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের বহিষ্কার, যাদের শিক্ষাজীবন ইতোমধ্যে শেষ হয়েছে তাদের সনদপত্র বাতিল করা হয়েছে।
ইতোমধ্যে অভিযুক্তদের ঠিকানায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: সাদ্দাম হোসেন বলেন, "শিক্ষার্থীদের অভিযোগ ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। শুধু কোটাবিরোধী
আন্দোলন নয়, বরং পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক কর্মকা- ও বিবেচনায় নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করা রাবিপ্রবিতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কোনো অনুমোদিত কমিটি না থাকলেও কিছু শিক্ষার্থী ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। প্রশাসনের কঠোর এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



