Logo
Logo
×

শিক্ষা

খিলগাঁও মডেল কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম

খিলগাঁও মডেল কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন

খিলগাঁও মডেল কলেজ ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে  ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে এই ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গ্রাফিতি, চিত্রাঙ্কন ও দেয়ালচিত্র প্রতিযোগিতা, পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একই মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম জাফর।

বিশেষ অতিথি ছিলেন মো. মামুনুর রশিদ আকন্দ, মো. মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কে.এম. নাহিদ হাসান সভাপতিত্ব করেন আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি। সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজীব চন্দ্র দাস ও ছাত্রনেতা মাহফুজুল ইসলাম মামুন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রনেতা ফারুক মিয়া, মো.সুজন, মহিউদ্দিন সজীব, জিসান মাহমুদসহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাস এবং এর তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এই আন্দোলন কেবল একটি ঘটনার স্মৃতি নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার অনন্য নিদর্শন।’ তারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাস চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার ওপর জোর দেন।’

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান সায়িম, তামজিদ আহমেদ জয়, ওহিদুজ্জামান নাহিন এবং সমীর হায়দারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডকুমেন্টারি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির ‘জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জন্মের পর থেকে দেখে এসেছি, জুলাই মাস ৩১ দিনের হয়ে থাকে। কিন্তু ২০২৪ সালে এসে দেখলাম, এই মাস যেন ৩৬ দিনের। আজকের দিনটিকে শুধু একটি অনুষ্ঠান বলা কঠিন। কারণ আজকের প্রদর্শনী আমাদের বেদনার অতলে ডুবিয়ে দেবে। যা আমরা দেখতে যাচ্ছি, তা আমাদের অনেকের চোখে অশ্রু এনে দেবে।’

তিনি আরও বলেন, ‘একটি জাতির ইতিহাস তার সবচেয়ে বড় সম্পদ। সেই ইতিহাসে নতুন তথ্য যুক্ত হওয়া খুবই স্বাভাবিক। তবে সেই তথ্য যেন হয় আমাদের জীবন গঠনের অনুপ্রেরণা, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির উন্নয়নের ভিত্তি। যাতে করে বিশ্ব-দরবারে বাংলাদেশ একটি উন্নত, সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটাই আমার, এবং আমার পরবর্তী প্রজন্মের কামনা।,’

রোকেয়া চৌধুরী বেবি বলেন, এই ‘৩৬ দিনের জুলাই’ আমাদের ইতিহাসের বিশেষ একটি দিন, কিন্তু এ রকম বেদনাদায়ক দিন যেন আর কখনও আমাদের জীবনে ফিরে না আসে এই দোয়া করি মহান আল্লাহর কাছে।

‎কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম জাফর বলেন, জুলাই আগস্ট আমাদের জীবনের একটি স্মরণীয় দিন। আমরা যখন বাহিরে বের হই শহরের প্রত্যেকটি দেয়ালে, দেয়ালে আমাদের সন্তানদের গ্রাফিতি দেখতে পাই। সেই গ্রাফিতি দেখে আমরা জুলাইকে স্মরণ করি।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলন ভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের গভীর পিড়া দেয়। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন