শিক্ষার্থীদের জন্য আমেরিকান এম্বাসির গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেন দ্রুত অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন, যাতে ভিসা প্রক্রিয়াকরণে পর্যাপ্ত সময় পাওয়া যায় এবং কোনো অপ্রত্যাশিত বিলম্বের মুখে না পড়তে হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সময়মতো আবেদন না করলে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, যা শিক্ষার্থীদের যাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করে থাকেন। এ প্রক্রিয়া আরও সহজ করতে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে নিয়মিত সহায়তা দেয় দূতাবাস।
শিক্ষার্থীদের ভিসা ও ভর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত শিক্ষাবিষয়ক সেবা সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।



