এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্ট, এবার রেকর্ডসংখ্যক খাতার আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সংশোধিত ফল ওয়েবসাইট থেকে দেখার পাশাপাশি মোবাইল এসএমএসেও জানতে পারবে।
রোববার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের সময়সীমা ৯ আগস্টে শেষ হচ্ছে, তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আবেদনকারীদের ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি সংশোধিত ফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং খাতা চ্যালেঞ্জ বেড়েছে প্রায় ৪০ হাজার।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।
বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষা বলতে নতুন করে খাতা মূল্যায়ন নয়—বরং নম্বর যোগে ভুল, বাদ পড়া প্রশ্ন বা ওএমআর শিটে বৃত্ত ভরাটে সমস্যার মতো বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়।
এদিকে, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।



