Logo
Logo
×

শিক্ষা

পাবলিক পরীক্ষার খাতা অন্যদের দিয়ে দেখালে কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম

পাবলিক পরীক্ষার খাতা অন্যদের দিয়ে দেখালে কারাদণ্ড

ছবি- সংগৃহীত

পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে উত্তরপত্রের গোপনীয়তা ভঙ্গকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অপরাধ প্রমাণিত হলে দু’বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে বলে জানিয়েছে বোর্ড।

শনিবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের এ বিষয়ে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি প্রধান পরীক্ষক/পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক/পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট/পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালন সংক্রান্ত ১৯৮০ সনের ৪২ নম্বর আইনের ১০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধ প্রমাণিত হলে দু’বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এমতাবস্থায়, পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া হলো।

একইসাথে পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্যও প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : অনলাইন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন