Logo
Logo
×

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ১০ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ১০ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ

ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ১০ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রস্তাবিত কয়েকটি সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সাপেক্ষে নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।

চলতি বছর মোট ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের আওতায় ছিল ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন