সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা : শিক্ষা উপদেষ্টা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০১:০৬ পিএম
ছবি-সংগৃহীত
অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড.চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের পরীক্ষায় দুই হাজার ৮০০টি কেন্দ্রে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরই বেশি নারী।



