Logo
Logo
×

শিক্ষা

মোড়ে মোড়ে জনস্রোত, বিক্ষোভে উত্তাল রাজধানী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম

মোড়ে মোড়ে জনস্রোত, বিক্ষোভে উত্তাল রাজধানী

উত্তরায় মুখোমুখি পুলিশ বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোড়ে মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) আফতাবনগর, যমুনা ফিউচার পার্কের সামনে, বনশ্রী, সায়েন্সল্যাব, শনিরআখড়া ও শান্তিনগরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

শান্তিনগরে যেন জন সমুদ্র নেমেছে। সায়েন্স ল্যাব মোড়েও নেমেছে আন্দোরণকারীদের ধল। অন্যদিকে সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শান্তিনগর মোড়ে লোকে লোকারণ্য। এরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, সায়েন্স ল্যাব মোড়েও আন্দোলনকারীদের জোরালো অবস্থান নিতে দেখা গেছে।

‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব আন্দোলননকারীরা বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভের মধ্যে এক আন্দোলনকারী বলেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।’

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি।

সায়েন্স ল্যাব ও শান্তিনগর মোড়  সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন