Logo
Logo
×

শিক্ষা

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী

সাতক্ষীরা জেলা কারাগার। ফাইল ছবি

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত শিক্ষার্থী কারাগারে রয়েছে। এর মধ্যে দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। 

বৃহস্পতিবার (১ আগস্ট) যশোরের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। তবে কারাগারে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, কারাগার থেকে পরীক্ষার অনুমতি পাওয়া শিক্ষার্থীরা হলেন, ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন। তারা সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় কারাগারে পরীক্ষায় বসবেন। 

এদিকে পুলিশের এই মামলায় রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো সাত শিক্ষার্থী হলেন-সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন