Logo
Logo
×

অর্থনীতি

শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে, বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমিয়ে নতুন সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ পিএম

শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে, বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমিয়ে নতুন সিদ্ধান্ত

বিদ্যুতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বাড়ানো হচ্ছে শিল্পখাতে। ছবি : সংগৃহীত

শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৭ মে অনুষ্ঠিত এক বৈঠকে, যার সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপদেষ্টা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুৎ খাতের গ্যাস বরাদ্দ কমিয়ে ১৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস শিল্পখাতে সরবরাহ করা হবে। পাশাপাশি, মে থেকে আগস্ট ২০২৫ সময়কালের পূর্বপরিকল্পনার তুলনায় অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আমদানি করা হবে, যা শিল্পখাতে আরও ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহে সহায়তা করবে।

এ তথ্য জানিয়ে মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ রুবায়েত খানের সই করা একটি চিঠি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেলকে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে ব্যবসায়ীদের প্রতিনিধি, পেট্রোবাংলা, গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি, এসব অভিযানের কার্যকারিতা ও মনিটরিংয়ের সুবিধার্থে তিতাস গ্যাস অফিসে একটি হটলাইন নম্বর চালু করা হবে।

এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন