Logo
Logo
×

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৪:৫৩ পিএম

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলো

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক খবর।  

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য রবিবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একইসঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে—আগের ৬৬ টাকা ৪১ পয়সা থেকে ৮৪ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা।  

এর আগে, বিইআরসি এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছিল। তবে মার্চ মাসে ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা করা হয়েছিল, আর ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।  

ভোক্তা পর্যায়ে এই মূল্য হ্রাস বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন