Logo
Logo
×

অর্থনীতি

শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল ১০ টাকা

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল ১০ টাকা

ছবি : সংগৃহীত

বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম অপরিবর্তিত রাখলেও নতুন শিল্প এবং অনুমোদিত লোডের অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন গ্যাসের দর ঘোষণা করেন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

ঘোষণা অনুযায়ী, নতুন শিল্পের ক্ষেত্রে বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে।

এছাড়া, বিদ্যমান গ্রাহক হলেও যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছেন, তাদেরকেও এখন অতিরিক্ত গ্যাসের জন্য নতুন শিল্পের মতোই প্রতি ঘনমিটার ৪০ টাকা হারে বিল পরিশোধ করতে হবে।

এর আগে পেট্রোবাংলা প্রস্তাব করেছিল নতুন শিল্প ও ক্যাপটিভের ক্ষেত্রে গ্যাসের দাম ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা নির্ধারণের জন্য। পাশাপাশি প্রতিশ্রুত (ইতোমধ্যে অনুমোদিত) গ্রাহকদের অর্ধেক বিল বিদ্যমান দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হারে নির্ধারণের প্রস্তাবও করা হয়েছিল। তবে বিইআরসি ওই প্রস্তাব সংশোধন করে তুলনামূলকভাবে কম হারে নতুন দর নির্ধারণ করেছে।

রাই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন