
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম
আপসের মাধ্যমে পাচার অর্থ ফেরানোর চেষ্টা করছে সরকার : গভর্নর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পিএম

মতবিনিময় সভায় কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ ফেরত আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি আপসের (আউট অব কোর্ট সেটেলমেন্ট) মাধ্যমে সমাধান খুঁজছে সরকার—এ কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর বলেন, আইনি পথ সময়সাপেক্ষ। অনেক দেশই বিকল্প ব্যবস্থা নেয়। আপসের মাধ্যমে অর্থ ফেরত আনা গেলে সেটা দ্রুত হয়।
তিনি জানান, অর্থপাচার সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহই এখন প্রধান লক্ষ্য। যত বিস্তারিত তথ্য থাকবে, তত শক্ত অবস্থান থেকে দর কষাকষি করা যাবে, বলেন তিনি। ইতোমধ্যে কিছু বেসরকারি ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, যারা পাচার হওয়া সম্পদ শনাক্তে কাজ করছে। এসব তথ্যের ভিত্তিতে বিদেশি সরকারি সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং ইতিবাচক সাড়াও মিলছে।
চট্টগ্রামের একটি বড় শিল্পগ্রুপ ‘এস আলম’-এর নাম উল্লেখ করে গভর্নর বলেন, প্রতিষ্ঠানটি একাই প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি থেকে দেড় লাখ কোটি টাকা পাচার করেছে। বেক্সিমকোসহ আরও কিছু বড় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বিবেচনায় মোট পাচারকৃত অর্থের পরিমাণ আড়াই থেকে তিন লাখ কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণের একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে, আর বাকি অংশ আদায় হয়নি। এই অর্থ আদায়ের জন্য অর্থঋণ আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অর্থপাচারে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে ড. মনসুর বলেন, কেবল অনুমান বা গুজবের ভিত্তিতে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া ঠিক নয়। তবে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, রিজার্ভ, মুদ্রাস্ফীতি, রপ্তানি আয়—সবকিছু এখন ধীরে ধীরে ইতিবাচক দিকে যাচ্ছে। এমনকি ইসলামী ব্যাংকসহ দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর অবস্থাও উন্নতি হচ্ছে।
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান গভর্নর। ইতিমধ্যে জমি নির্ধারণ করা হয়েছে এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম গড়ে তোলা হবে বলে জানান তিনি।