
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৩৬ বিদেশি বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
-67f4dfd0b4c4c.jpg)
ছবি- সংগ্রহীত
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিডার ব্যবস্থাপনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান তারা।
বিনিয়োগকারীদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন।
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন। চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।