ইতিহাসের নতুন উচ্চতায় সোনার দাম, ৩১০০ ডলার ছাড়াল
যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
ফাইল ছবি
প্রথমবারের মতো বিশ্ববাজারে সোনার দাম ৩১০০ মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। সোমবার (৩১ মার্চ) স্পট সোনার দাম প্রতি আউন্স ৩১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, যা একটি নতুন রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে সোনার দাম ১৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঊর্ধ্বগতির পেছনে অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা মূল ভূমিকা পালন করছে। ওসিবিসির বিশ্লেষকরা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সোনা আরও শক্তিশালী বিনিয়োগ আশ্রয় হিসেবে আবির্ভূত হয়েছে।
এদিকে, বড় বিনিয়োগ ব্যাংকগুলো সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ সোনার দাম ৩৩০০ ডলারে পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে সোনা ৩৬৩০ ডলার এবং ২০২৬ সালে ৩৩৫০ ডলারে পৌঁছাতে পারে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনাও বাজারে প্রভাব ফেলছে।
চীনসহ বিভিন্ন দেশের আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনার ফলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে, যা সোনার দামের আরও উত্থানে ভূমিকা রাখতে পারে।
মেরেক্স পরামর্শক এডওয়ার্ড মেইর বলেছেন, শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা অব্যাহত থাকলে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।



