Logo
Logo
×

অর্থনীতি

ঋণ জালিয়াতি

আইএফআইসি ব্যাংকের ডিএমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

আইএফআইসি ব্যাংকের ডিএমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ২,৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগে ব্যাংকটির দুই ডিএমডিসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের আওতায় থাকা কর্মকর্তারা হলেন—আইএফআইসি ব্যাংকের ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, কর্পোরেট শাখার ম্যানেজার মো. ওয়াসীম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনাল-এর নেওয়া ঋণের অনিয়ম উদঘাটনে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, ৪ মার্চ দুদক তাদের তলব করে চিঠি পাঠায়, যেখানে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও প্রাসঙ্গিক নথিপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন