Logo
Logo
×

অর্থনীতি

রোজার মাঝামাঝিতে নিত্যপণ্যের বাজারে স্বস্তি, কমেছে তেল-মুরগি-ফলের দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২১ এএম

রোজার মাঝামাঝিতে নিত্যপণ্যের বাজারে স্বস্তি, কমেছে তেল-মুরগি-ফলের দাম

ফাইল ছবি

রমজানের মাঝামাঝিতে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। সয়াবিন তেলের সংকট কিছুটা কমেছে, বোতলজাত তেলের সরবরাহ বেড়েছে, যদিও চাহিদার তুলনায় এখনও কম।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর নিউ মার্কেট, তুরাগ এলাকার নতুনবাজার ও শান্তিনগর বাজারে ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি, পেঁয়াজসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। ফলের বাজারেও স্বস্তি ফিরেছে।

টিসিবি তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭-২০ টাকা কমে ১৬০-১৬৮ টাকা হয়েছে। বোতলজাত তেলেও তিন টাকা পর্যন্ত কমেছে।

ফলের বাজারেও স্বস্তির হাওয়া। প্রতি কেজি তরমুজ ৪০-৫০ টাকায় নেমেছে, যা রমজানের শুরুতে ৬০-৭০ টাকা ছিল। মাল্টা, আপেল, আঙুরসহ বেশিরভাগ ফলের দামও ২০-৫০ টাকা পর্যন্ত কমেছে।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ১০-২০ টাকা কমে ২৮০-৩০০ টাকা হয়েছে। ডিমের দামও কমে ডজনপ্রতি ১২০ টাকায় নেমেছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, লেবুর দাম বেশি থাকছে। কাওরান বাজারের বিক্রেতাদের মতে, রমজানে শরবতের প্রয়োজনীয়তা ও জ্বরের প্রকোপের কারণে লেবুর চাহিদা বেশি, ফলে দামও চড়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন