
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৫ এএম
গত ২২ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম

ছবি : সংগৃহীত
ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.৩২ শতাংশে নেমে এসেছে, যা গত ২২ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচক (সিপিআই)-এর হালনাগাদ তথ্যে এই তথ্য উঠে এসেছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যখাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে কমে ৯.২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো ১০ শতাংশের নিচে নেমেছে। গত জানুয়ারিতে এই হার ছিল ১০.৭২ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯.৩৮ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ।
এর আগে, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ। বিবিএসের তথ্যে দেখা গেছে, শীতকালীন পণ্যের সরবরাহ বৃদ্ধির ফলে জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কমেছিল, যা মূল্যস্ফীতির নিম্নগতিতে ভূমিকা রেখেছে।