Logo
Logo
×

অর্থনীতি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন জিরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন জিরা

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৬ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে একটি ট্রাকে করে ৫ টন জিরা আমদানি করা হয়।

গত বছরের জুন মাসে প্রথমবারের মতো ৭ টন জিরা আমদানি করা হয়েছিল।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি হয়নি। এই অর্থবছরে এটি প্রথম চালান। এর মধ্য দিয়ে বন্দরের আমদানি বাণিজ্য পুনরায় শুরু হলো।

মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে এই ৫ টন জিরা আমদানি করেছে। প্রতি কেজি জিরা ৩ দশমিক ৪৯ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করেছে ভারতীয় প্রতিষ্ঠান এম টি ই এক্সিম প্রাইভেট লিমিটেড।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘ ৬ মাস ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি হয়নি। চলতি অর্থবছরে প্রথমবারের মতো আজ (সোমবার) সন্ধ্যায় ৫ টন জিরা আমদানি করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ৬ মাস পর আবারও আমদানি বাণিজ্য সচল হলো।’

তিনি আরও জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বন্দরের ইয়ার্ড থেকে জিরাগুলো খালাস করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন