গাড়ি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক বুধবার (২ জানুয়ারি) একটি নতুন সার্কুলার জারি করেছে, যাতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ঋণপত্রে (এলসি) নগদ মার্জিনের শর্ত শিথিল করা হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে এসব গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই শর্ত শিথিল করা যাবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ের দিক থেকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এটি দেশের বায়ু গুণমান উন্নয়ন এবং কার্বণ নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে বাংলাদেশ ব্যাংক অভিমত ব্যক্ত করেছে।
এছাড়া, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ছাড়া অন্যান্য গাড়ির (যেমন সেডান, এসইউভি, এমপিভি ইত্যাদি) আমদানিতে ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। নতুন এই নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাস্তবায়িত হবে। সার্কুলারটি এখন দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এই পদক্ষেপটি দেশের অর্থনীতি ও পরিবেশের উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের কারণে বায়ু দূষণ ও যানজট সমস্যা সমাধানে।