রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে ডলারের দর ১২৩ টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স আহরণে ডলারের বিনিময় হারের সর্বোচ্চ সীমা ১২৩ টাকা নির্ধারণ করেছে। আজ (সোমবার) এই ঘোষণা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তঃব্যাংক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে এই সীমা অতিক্রম করা যাবে না।
পূর্বে ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার ছিল ১২০ টাকা। তবে সাম্প্রতিক সময়ে মুদ্রাবাজারে অস্থিরতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা নিশ্চিত করেছেন, এই নতুন সীমা বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
বাজার পর্যবেক্ষণ ও ড্যাশবোর্ড বাস্তবায়ন
বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা বাড়াতে এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ পর্যবেক্ষণ ড্যাশবোর্ড চালু করতে যাচ্ছে। এটি ডলারের বিনিময় হার তদারকির পাশাপাশি বাজারের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়াবে।
ডলারের চাহিদা বৃদ্ধির কারণ
ডলারের অস্থিতিশীলতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। অর্থবছরের শেষদিকে ঋণ পরিশোধ ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণের জন্য ডলার বিক্রি স্থগিত করায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।
এছাড়া, বাংলাদেশের ক্রেডিট রেটিং কমে যাওয়ায় বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক লেনদেনে জটিলতা সৃষ্টি হয়েছে। ইউপিএএস (Usance Payable at Sight) ঋণপত্র ইস্যু ও ঋণ স্থগিত করার প্রক্রিয়ায় এসব সমস্যা গভীর প্রভাব ফেলছে।
রেমিট্যান্স বৃদ্ধির পরিসংখ্যান
২০২৪ সালে আনুষ্ঠানিক চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৬.৭ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। অর্থ পাচার কমে আসা এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি এই প্রবৃদ্ধির মূল কারণ।
গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডলারের বিনিময় হার ১২০ টাকা নির্ধারণ করা হয়। ডিসেম্বর মাসে তা ১২৮ টাকায় পৌঁছায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় ডলার কেনার সর্বোচ্চ সীমা ১২৩ টাকায় বেঁধে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পরিকল্পনা
বাজারের ভারসাম্য নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে এবং ডলারের অবৈধ লেনদেন রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।